নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে আলামিন ওরফে দানিয়াল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ সময় শুভ নামে আরও একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে চাষাঢ়া বালুর মাঠ এলাকায়। নিহত আল আমিন ওরফে দানিয়াল (২৮) ফতুল্লার মাসদাইর এলাকায় দেলোয়ার মিয়ার ছেলে। আর আহত শুভ (২২) একই এলাকার শাহজালালের পুত্র। তাদের মধ্য দানিয়াল অটোরিকশা গ্যারেজের ব্যবসার সঙ্গে সম্পর্কিত ছিল আর শুভ একটি কারখানার মেশিন অপারেটর। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এ ছাড়া নিহত যুবকের বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে।