নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের হামলায় ছাত্রদল নেতা নিহত,আহত-৮
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলের পর মিছিলকারীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় মো. অমিত হাসান (১৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। হামলায় আরও আটজন আহত হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা।
ছাত্রদল সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা ছাত্রদল একটি মশাল মিছিল করে। মিছিলটি ভুলতা চৌরাস্তা থেকে শুরু হয়ে এশিয়ান হাইওয়ের মুন্সির পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালালে দৌঁড়ে পালাবার সময় প্রাইভেটকার চাপায় প্রাণ হারায় ঐ ছাত্রদল নেতা। এ সময় এদিক-ওদিক ছুঁটতে গিয়ে আরো ৮ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা আহত হন।