নারায়ণগঞ্জে এসপি, ডিসি অফিস, জেলা কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বিক্ষোভে উত্তাল নারায়ণগঞ্জ শহর। একদফা দাবিতে সকাল থেকে হাজার হাজার আন্দোলনকারী শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবক মহল ও সাধারণ মানুষ। এদিকে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। দুপুরে দিকে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের পাশে চাঁদমারি এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালায়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে নির্মিত থিম্প পার্ক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। এ ছাড়া ঢিল ছুড়ে কার্যালয়ের গ্লাস ভাঙচুর করে।
একপর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও আদালতপাড়ার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পুলিশ প্রশাসনের ওপরেও হামলা চালায়। এ সময় পুলিশ হাত জোড় করে ক্ষমা চাইলেও ঢিল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। পরে পুলিশ সাঁজোয়া যানে চড়ে এলোপাতাড়ি গুলি ও টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।