নামাজ চলাকালে পাকিস্থানে মসজিদে বোমা হামলা, নিহত-৩০, আহত-৫০

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে শুক্রবার(৪ মার্চ) নামাজ চলাকালীন ভয়াবহ বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জনেরর মত মানুষ।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং ছুটিতে থাকা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

জানা গেছে, দু’জন হামলাকারী মসজিদে প্রবেশের চেষ্টা করে। সেখানে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তাদের দিকে গুলি ছোড়ে তারা। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন। এরপরই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে মসজিদ প্রাঙ্গণ। এতে হতাহতের ঘটনা ঘটে। ছবি-সংগৃহীত

শিরোনাম