নাবালক তরুণের সাথে সাবালিকার প্রেম নিয়ে সংঘর্ষে নিহত হলো প্রেমিকার বাবা

নিজস্ব প্রতিনিধিঃ
১৭ বছরের তরুণী সোমা আক্তার। ২০ বছরের তরুণ মোতাব্বির হোসেন। একই গ্রামের পাশাপাশি পাড়ার বাসিন্দা। বছর তিনেক আগে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে তাদের প্রেম গভীর হয়। প্রেমের টানে গত সাতদিন আগে প্রেমিক মোতাব্বিরের বাড়িতে চলে আসেন প্রেমিকা সোমা। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মোতাব্বিরের পরিবারের সদস্যরা। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক মোতাব্বিরের পিতা মুতলিব মিয়া দলবল নিয়ে সোমার বাড়িতে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘের্ষ প্রেমিকা সোমার পিতা জাহাঙ্গীর হোসেন (৫২) নিহত হন।

ঘটনাটি ঘটেছে রোববার রাতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে। নিহত জাহাঙ্গীর হোসেন (৫২) ওই গ্রামের মজর উদ্দিনের ছেলে। পুলিশ জানায়,লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম