নান্দাইলে জমির দেনা-পাওনার হিসেব নিয়ে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাদেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকোমরভাঙ্গা গ্রামে। নিহত সাদেক মিয়া চরকোমরভাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

নান্দাইল মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সাদেক মিয়ার চাচাতো ভাই সবুজ মিয়া ও সবুজ মিয়ার স্ত্রী নাজমা আক্তারের সঙ্গে জমি বন্ধকীর দেনা-পাওনার টাকার হিসাব নিয়ে সাদেক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদেক মিয়ার বাড়ির উঠানে সবুজ মিয়া ও নাজমা আক্তার মিলে সাদেক মিয়াকে কাঠের টুকরা দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম