নাতির ছুরিকাঘাতে প্রাণ গেল নানার

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুল থেকে দুই সন্তান বাসায় ফিরে শুনতে পান, আপন ভাতিজির ঘরের নাতির ছুরিকাঘাতে খুন হয়েছেন পিতা ইস্রাফিল। গতকাল সকালে ইউপজেলার ভুবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইস্রাফিলের ছোট মেয়ে তাঞ্জিনা ৩য় শ্রেণিতে ও বড় মেয়ে ইসমত আরা ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। সোমবার সকালে পিতাকে বাসায় স্বাভাবিক দেখে গেলেও স্কুল থেকে ফিরে শুনতে পান হত্যার খবর। আপন ভাতিজির ঘরের নাতির ছুরিকাঘাতে তাদের বাবা মারা যান।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি বলেন, জমিজমার জেরেই রায়হান পরিকল্পিতভাবে তার নানা ইস্রাফিলকে হত্যা করেছে।

শিরোনাম