নাটোরে শিক্ষার্থীকে বিয়ে করা সেই কলেজ শিক্ষিকার আত্মহত্যা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
নাটোরের গুরুদাসপুরে কলেজ ছাত্রকে বিয়ে করা আলোচিত শিক্ষিকা খাইরুন নাহারের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার কলেজছাত্র স্বামী মামুন হোসেন (২২)কে আটক করা হয়। নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি.) নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিক্ষিকা মোছা. খাইরুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো. খয়ের উদ্দিনের মেয়ে এবং উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। প্রেমের সম্পর্ক গড়ে নাটোর এনএস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মামুনকে বিয়ে করেছিলেন তিনি। গত ৩১শে জুলাই তাদের বিয়ের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে খবর প্রচারিত হয়।

পুলিশ জানায়,মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের পর সবকিছু জানা যাবে। উল্লেখ্য ঐ শিক্ষিকার সাথে একই উপজোর কলেজ শিক্ষার্থী মামুনের সাথে ফেসবুকে গভীর সম্পর্ক গড়ে উঠে এবং তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়।

শিরোনাম