নাটোর প্রতিনিধিঃ
নাটোর শহরের বলারীপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মিঠুন আলী নামে এক যুবলীগ নেতার কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এ সময় অন্তত আরো ৬ জন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মিঠুন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
জানা যায়, মিঠুনসহ তারা বলারীপাড়া মহল্লার রাজারপুকুর পাড় এলাকায় বসে ছিল। এ সময় দুর্বৃত্তরা মুখে মুখোশ পরে সেখানে হামলা চালিয়ে এই ঘটনা ঘটায়। পুলিশ জানিয়েছে,ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে