নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর মধ্যে ৪৬৮ জন পাকড়াও

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও ১২২ জন বন্দী আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। বিকেল পাঁচটা পর্যন্ত আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করা বন্দীর এই সংখ্যা নিশ্চিত করেন আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম।

এ নিয়ে গত ৪ দিনে ৮২৬ বন্দীর মধ্যে ৪৬৮ জন বন্দী আইনের আওতায় এলেন। তাঁদের মধ্যে ৪৩৯ জন জেলা আইনজীবী সমিতির মাধ্যমে ও বাকিরা বিভিন্ন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বা থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন।

শিরোনাম