নরসিংদী প্রতিনিধি ঃঃ
নরসিংদীর রায়পুরায় চাচার হাতে ভাতিজা জুবায়ের (১৭) খুন হয়। গত বুধবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় খুনের এ ঘটনা ঘটে। গতকাল রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) দেব দুলাল বিষয়টি নিশ্চিত করেন। নিহত জুবায়ের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গাংকল হাটি গ্রামের লিটন মিয়ার ছেলে। জুবায়ের পেশায় একজন ডিম ব্যবসায়ী।
জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে জুবায়েরকে বেড়ানোর কথা বলে রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে একটি পাটক্ষেতে নিয়ে গলায় ছুরিকাঘাত করেন চাচা সোহেল। সে সময় জুবায়েরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে পালিয়ে যান চাচা। স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশের সহযোগিতায় প্রথমে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকায় রেফার্ড করলে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।