নরসিংদীতে স্বামীর হাতে স্ত্রী খুন

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামী সুজন মিয়া (৩৫) এর ছুরিকাঘাতে স্ত্রী লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। গতকাল ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা পলাতক রয়েছে। নিহত লাভলী আক্তার উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।তিনি ২ মাস আগে বাহরাইন থেকে দেশে আসেন। তাদের সংসারে ২ মেয়ে রয়েছে।

জানা যায়,১৫ বছর আগে সুজন মিয়ার সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছিলো। আর এরই জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম