নরসিংদীতে সৌদি প্রবাসীকে গলা কেটে হত্যা করলো দুর্বৃত্তরা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
নরসিংদীতে কামরুজ্জামান (৪২) নামে এক সৌদি প্রবাসীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ৯টায় জেলা শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। কামরুজ্জামান নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার কুমিল্লা কলোনি মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে। তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, দেশে ফিরে ছেলে-মেয়েদের প্রাইভেট পড়ানো শুরু করেন কামরুজ্জামান। গত বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে কুমিল্লা কলোনির বাসা থেকে বের হন তিনি। পরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামরুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম