নরসিংদীতে একই পরিবারের ৩ জন খুন


নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর একই পরিবারের ৩ জন খুন হয়েছে। উপজেলার বেলাবতে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, রহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়। আর মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত রহিমার স্বামী পেশায় একজন রঙ মিস্ত্রি। কাজের সুবাদে শনিবার গাজীপুরে যান তিনি। সকালে বাড়ি এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়,লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।


শিরোনাম