নরসিংদীতে ইউপি নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত-৩ : আহত-৩০

নরসিংদী প্রতিনিধি ঃঃ
নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালী ইউপি নির্বাচন ঘিরে দু’পক্ষের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে আলোকবালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল ( ২০), আমীর হোসেন (৫০) ও খুশু বেগম (৫৫)।

এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী রিপন ও আবুল খায়েরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এক পর্যায় গুলিবিদ্ধ হয়ে রিপন মেম্বারের সমর্থক ৩ জন নিহত হন। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে আরও ৩০ জন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত এলাকায় এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিরোনাম