নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি

সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে মহাসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপিকে ২০টি শর্তে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। ওদিকে আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

শিরোনাম