নবীনগরে নির্বাচনোত্তর প্রতিপক্ষের কর্মীকে কুপিয়ে হত্যা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভিপি মারুফের সমর্থক খাগাতুয়া গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল ভোরে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বাজারে চা খাওয়ার সময় একদল নৌকার সমর্থক ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাবার সময় ২য় দফা হামলা করে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে। তাকে রেফার করার পথিমধ্যে সে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম