নবাবগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, সর্বস্ব লুট

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামে ব্যবসায়ী মো. কিরনের (২৮) ওপরে হামলা করেছে দুবৃত্তরা। এ সময় কিরনকে বেধড়ক পিটিয়ে তার কাছে থাকা নগদ লাখ টাকা, ৪টি এন্ড্রয়েটসহ পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে স্বজনরা দ্রুত আহত কিরনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যবসায়ী কিরন ওই গ্রামের হাজী আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। হামলার ঘটনায় খানেপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনা নবাবগঞ্জ থানা পুলিশকে অভহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ মানবজমিনকে বলেন, আমরা ঘটনাটি সিরিয়াসলি দেখছি।সূত্র-মানবজমিন

শিরোনাম