নবাবগঞ্জে নবজাতককে নদীতে ফেলে হত্যার ঘটনায় সেই মা গ্রেফতার
নবাবগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধি ঃঃ
ঢাকার নবাবগঞ্জে নবজাতককে নদীতে ফেলে হত্যার ঘটনায় পুলিশ ২৪ ঘন্টার মধ্যেই সেই পাষন্ড মাকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা-পুলিশ।
জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী রাতে নবাবগঞ্জ থানায় ১৫ দিন বয়সী নবজাতক জুনায়েদ হোসেন নিখোজেঁর বিষয়ে সাধারণ ডায়েরী সূত্র ধরে মানণীয় পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয়ের দিকনির্দেশনায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে ১৬ ফেব্রুয়ারী নবাবগঞ্জ থানার এসআই মোঃ আব্দুল জলিল ও সঙ্গীয় ফোর্স সহ তদন্তে গিয়ে শিশুটির মা জুলিয়া আক্তারকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুটির মা জুলিয়া আক্তারের ভাষ্য মোতাবেক ১৭ ফেব্রুয়ারী সকালে ইছামতি নদীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে স্থানীয় জেলেদের সহায়তায় ডুবন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্বার করে থানায় নিয়ে আসেন এবং নবাবগঞ্জ থানায় নিয়মিত হত্যা মামলা রুজু করে আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।