নবাবগঞ্জে জামাইর হাতে শ্বাশুড়ী খুন : স্ত্রী ও শ্যলক জখম

 

নিজস্ব প্রতিনিধি ঃঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে জামাইর হাতে শ্বাশুড়ী খুনের ঘটনা ঘটেছে। এ সময় জখম হয় স্ত্রী ও শ্যালক।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দক্ষিণ শোল্লাগ্রামের মৈইফল ব্যাপারীর কন্যা তানিয়ার বিয়ে হয় শাওন মোল্লা নামে এক যুবকের সাথে। বিয়ের পর হতে পারিবারিক কলহ চলে আসছিল। সম্প্রতি তানিয়া তার স্বামী শাওন মোল্লাকে এক তরফা তালাক দেয়। আর তালাক দেয়ার পর উত্তেজিত হয়ে রবিবার (৮ আগস্ট) সকালে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুড়ী হামেদা (৪৫) কে খুন করে। এ সময় জামাইয়ের হাতে জখম হয় স্ত্রী তানিয়া (২০) ও শ্যালক হাসান (১৭)। এলাকাবাসী জামাই শাওনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

নবাবগঞ্জ থানার ওসি মো: সিরাজুল ইসলাম শেখ সংবাদ মাধ্যমকে বলেন, ঘাতক শাওন মোল্লাকে জনগণের সহায়তায় পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার সূত্রপাত খুঁজে বের করতে কাজ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান আছে।

শিরোনাম