নবাবগঞ্জ প্রতিনিধি ঃঃ
ঢাকার নবাবগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই রফিক উদ্দিন কবিরাজ (৫৫)কে গলাটিপে হত্যা করেছে ছোট ভাই জাহাঙ্গীর কবিরাজ (৪০)। গতকাল দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক উদ্দিন ওই গ্রামের মৃত শুকুর কবিরাজের বড় ছেলে।
জানা যায়, তার ননদ কহিনুরের কাছে দেবর জাহাঙ্গীর কবিরাজ টাকা পায়। সেই পাওনা টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এ নিয়ে জাহাঙ্গীর তার বড় ভাই রফিক উদ্দিনকে দোষারোপ করতো। গতকাল দুপুরে রফিক উদ্দিন হাটে ধান বিক্রির জন্য খালি বস্তা আনতে ননদ কহিনুরের ঘরে যায়। এখানে দু’ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হলে ছোট ভাই জাহাঙ্গীর তাকে গলাটিপে হত্যা করে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।