সংবাদ জমিন ডেস্কঃ
ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে গৃহীত সংস্কার উদ্যোগ টেকসই করতে মাঠে সরব আন্দোলনকারীদের একাংশ। তারা সরকারের পরোক্ষ মদতে নতুন দল গঠনে তৎপর। যার মহড়া হয়েছে গত ৩১শে ডিসেম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারে।
এই দল গঠন তথা নতুন শক্তির উত্থান চেষ্টার খবরে নড়েচড়ে বসেছে দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলো। তারা এটাকে থ্রেট মনে করছে। এমনও খবর রটেছে শিক্ষার্থী তথা রাজনীতিবিদদের এই তৎপরতা কাছাকাছি নিয়ে এসেছে মুখোমুখি অবস্থানে থাকা বিএনপি এবং আওয়ামী লীগকে। নাটকীয়ভাবে দল দু’টির শীর্ষ নেতৃত্বের মধ্যে পারস্পরিক উদ্বেগের আদান-প্রদান হয়েছে।