নতুন বছরে ৭টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে রাশিয়া

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
আগামী বছরে সাতটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে রাশিয়া। দেশটির স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সেসের কমান্ডার সের্গেই কারাকায়েভ এ কথা বলেছেন।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি শনিবার এ খবর দিয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর পত্রিকা রেড স্টার কারাকায়েভকে উদ্ধৃত করে এমন খবর দিয়েছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, এমন পরীক্ষার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রকে জানাবে রাশিয়া। ওয়াশিংটনও একই সৌজন্যতা দেখাবে। এর আগে নভেম্বরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইলের সফল পরীক্ষার খবর দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এই ক্ষেপণাস্ত্রটি একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। রাশিয়ার উত্তরাঞ্চলে হোয়াইট সি’র পানির নিচ থেকে বুলাভা ক্ষেপণাস্ত্র ছুড়েছে এমপেরর আলেকজান্দার তৃতীয়। ওই ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে দূরপ্রাচ্যের কামচাটকায়।

শিরোনাম