নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ জন নিহত

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার বাবলাতলি নামক এলাকায় ট্রাকচাপায় চার শিক্ষকসহ পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।আজ শুক্রবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলিতে বলিহার কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। পরে আরও দুই জনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

শিরোনাম