নওগাঁ প্রতিনিধি ঃঃ
নওগাঁ সদরের লস্করপুর গ্রামে অজ্ঞাত যুবককে খুন করা হয়েছে। একটি মাঠ থেকে অজ্ঞাত এই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সকালে লস্করগ্রামের মধ্যে দিয়ে যাওয়া রাস্তার পাশে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গ-েএ পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।