ধারের টাকা না দিতে পেরে নিজ কন্যাকে বিয়ে দিল ভুয়া ডাক্তারেরর নিকট
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
হবেগঞ্জের লাখাই উপজেলা ধারের টাকা পরিশোধ করতে না পেরে অবশেষে নাবালিকাকে কন্যাকে বিয়ে দিলো ভুয়া ডাক্তারেরর নিকট।মোড়াকরি গ্রামে সামছুল আলম নামের এক ভুয়া দাঁতের ডাক্তারের বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে বিয়ের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ১৩ই সেপ্টেম্বর হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে মোড়াকরি গ্রামের বাসিন্দা ফুরুক মিয়াসহ কয়েকজন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, গত ১৬ই আগস্ট ফুলবাড়ীয়া গ্রামের মো. ফরিদ মিয়ার ৩য়কন্যা শিমু আক্তার (১৬)কে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। জানা যায়, ফরিদ মিয়া সামছুল আলমের কাছ থেকে ২ লাখ টাকা ধার নিয়েছিলেন। ধারের টাকা পরিশোধ করতে না পারায় চাপে পড়ে তার মেয়েকে সামছুল আলমের সঙ্গে বিয়ে দিয়ে ঋণ থেকে মুক্ত হন।
অভিযোগ রয়েছে, সামছুল আলম সাইনবোর্ড লাগিয়ে ভুয়া ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিলেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সামছুল আলম।