ধারের টাকা চাওয়ায় হামলা,প্রাণ গেল বৃদ্ধের

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের পল্লী অঞ্চলে ধারের টাকা চাওয়ায় গরু ব্যবসায়ী আনসার আলী নামের এক বৃদ্ধকে মারধর করেছে দেনাদাররা। গুরুতর আহত হয়ে ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আনসার আলী (৬০) কুঠি সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ ২ জনকে আটক করেছে। আটকৃকতরা হলো, একই গ্রামের মৃত শামসাদ প্রামাণিকের ছেলে মো. তালেব (৫৫) ও তার ছেলে মো. কাদের (২০)। আনসারের ছেলে নয়ন বলেন, আমার বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় টেনে-হিঁচড়ে বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মতিন, সোহরাব, আক্কেল, মোজাহার, তালেবসহ তাদের পরিবারের সবাই পৈশাচিক নির্যাতন চালায়। এ ঘটনায় আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় আবু তালেব ও কাদের নামের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

শিরোনাম