ধামরাই প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা,ধামরাই নিবাসী মো. শরীফুল ইসলামের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার(৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে সিরাজদীখান বাজার সংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি কোয়ার্টারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ঢাকার ধামরাই উপজেলার আমরাইল গ্রামের লাল মিয়ার ছেলে।
সিরাজদীখান থানা-পুলিশ জানায়্র, সকাল থেকে দুপুরের মধ্যে যেকোনো সময় গলায় গামছা পেঁচিয়ে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সিরাজদীখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, তিনি নিয়মিত অফিস করতেন। তার পারিবারিক কিছু সমস্যা ছিল। সে কারণে আত্মহত্যা করতে পারেন।