ধামরাই ও আশুলিয়া থেকে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার
সাভার প্রতিনিধিঃ
ঢাকা জেলার ধামরাই ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, ১২ আগষ্ট ২০২২ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় কিছু অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে একজন অটোরিক্সা ছিনতাইকারীকে হেফাজতে নেয়ার পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে জানা যায় যে, সে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য এবং তার সাথে অন্যান্য আরো সদস্য রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ২ টি অটোরিক্সাসহ উক্ত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।