ধামরাইয়ে ৪ চাঁদাবাজ গ্রেফতার,২ জিম্মি উদ্ধার

ধামরাই প্রতিনিধিঃ
ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন ভিকটিম উদ্ধারপৃর্বক ৪ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা যায় ২৪ মে সকাল ০৬:১৫ ঘটিকা হতে ০৯:৫০ পর্যন্ত র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার ধামরাই থানাধীন বারোবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন ভিকটিম, চাঁদাবাজীর নগদ ৩২’শ টাকা, ১ টি মোটর সাইকেল ও ০৫ টি মোবাইল ফোন ৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। এ সময় চাঁদবাজদের হাতে জিম্মি হওয়া ২ জিম্মিকে উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো, (ক) মোঃ আল-আমিন (৩০), জেলা- ঢাকা, (খ) মোঃ আরিফুজ্জামান@ পিন্টু (৩৬), জেলা- ঢাকা,(গ) মোঃ আবু বকর সিদ্দিক (৩৫), জেলা- ঢাকা, (ঘ) মোঃ আরিফুল ইসলাম (৩৭), জেলা- ঢাকা।

শিরোনাম