ধামরাইয়ে হিন্দু ছেলে মুসলমান ধর্ম গ্রহণ করে মুসলমান কন্যাকে বিবাহ
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ধামরাই পৌরসভায় গোপনগর লাকুরিয়া পাড়ার আনন্দ দাসের ছেলে শিশির দাস (২২)। গত ১৭ আগস্ট ইসলাম ধর্মগ্রহণ করে মো. শিশির ইসলাম নাম ধারণ করে একই পৌরসভার গোয়ারীপাড়ার মিলন মিয়ার মেয়েকে বিবাহ করেন। তবে ইসলাম ধর্মগ্রহণ করে বিবাহ করায় এখন বিপাকে পড়েছেন মো. শিশির ইসলাম।
বিবাহের পর গত ২৯ আগস্ট পর্যন্ত স্ত্রীর সঙ্গে অবস্থানের পর গত ৩০ আগস্ট তাকে জোর করে নিয়ে যায় পরিবার। এরপর ১৭ দিন আটক রাখার পর আজ রোববার (১৮ সেপ্টেম্বর) তাকে ধামরাই আমলি আদালতে স্ত্রী ও স্ত্রীর পরিবারের বিরুদ্ধে জোর করে ধর্মান্তরিক করে বিবাহ করার অভিযোগে মামলা করার জন্য নিয়ে আসা হয় আদালতে।
রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদু ইসলামের আদালতে এ মামলা আবেদন করেন। বিচারক বাদীর (শিশির) জবানবন্দি গ্রহণের সময় শিশির বলেন, ‘আমার পরিবার আমাকে জোর করে স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে নিয়ে এসেছে। আমি আসলে স্বেচ্ছায় বিবাহ করেছি। আমি মামলা করব না। আদালতের বাইরে আমার পরিবারের লোকজন আছে, বের হলেই তারা আমাকে নিয়ে আবার আটকে রাখবে।’সূত্র-দৈনিক ফুলকি