ধামরাইয়ে শুয়াপুরে ছাত্রলীগ নেতা মুন্নাকে কুপিয়ে জখম

ধামরাই প্রতিনিধি ঃঃ
ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে শুয়াপুর বাজারে মাঝখানে ফেলে মো. মুন্না মিয়া (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপয়ে জখম করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ১২ জনকে অভিযুক্ত করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা হাজেরা বেগম। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন,সুয়াপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজামের ছেলে রাসেল (৩৫), জালাল উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২৪), নিজামের ছেলে ইব্রাহিম (২৫), সুয়াপুরের উত্তরপাড়া রৌহা এলাকার মৃত নূরার ছেলে পান্থ (৪০), শিয়ালকুলের আ: লতিফের ছেলে আওলাদ (৩৫), ইয়াজুদ্দিনের ছেলে হানিফ (৪৫), মৃত আব্দুল আজিজের ছেলে তোতা (৫০), কাজিমুদ্দিন ছেলে খাবির (৫২) ও সামছুল (৪৫), ইশাননগরের মৃত পচু খাঁ’র ছেলে আব্দুস সবুর লেবু (৫৫), আব্দুল মিয়ার ছেলে জালাল, নিজাম (৫৫)সহ অজ্ঞাত ৫-৭ জন।

ভুক্তভোগী মো. মুন্না মিয়া ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর দক্ষিণপাড়া এলাকার পান্নু মিয়ার ছেলে। সে ছাত্রলীগ ঢাকা জেলা কমিটির সদস্য। জানা যায়, মুন্নাকে শুয়াপুর বাজারের একটি দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। অন্যরা রড দিয়ে বেধড়ক মারপিট করে। পুলিশ জানায়, এ ব্যাপারে াাইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম