ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের নান্নার গ্রামে পল্লী চিকিৎসকের পুশ করা এক ইনজেকশনেই মারা গেল রফিকুল ইসলাম নামে এক যুবক। বৃহস্পতিবার দুপুরে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর পল্লী চিকিৎসক নান্নার বাজারের দেওয়ান ফার্মেসির মালিক ডালিম হোসেন দোকান ও বাড়িতে তালা দিয়ে পালিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ধামরাইয়ের নান্নার গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলামের নাক দিয়ে রক্ত বের হওয়ার কারণে গত ১লা অক্টোবর পল্লীচিকিৎসক ডালিম হোসেনের দেওয়ান ফার্মেসিতে যান। এ সময় ডালিম হোসেন কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নিজের ইচ্ছামতো রফিকুলের বাম বাহুতে ইনজেকশন পুশ করেন।
তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ও পরে ঢাকার পিজি হাসপাতালে নেয়া।১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তার মৃত্যু হয়।