ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল এলাকায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে।
জানা গেছে, উপজেলার গাওয়াইল এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে বড় ভাই রবীন্দ্র (৬০) এর সাথে ছোট ভাই নন্দ দুলাল (৫৭) এর সংঘর্ষ হয়। এ সময় বড় ভাইয়ের হাতে থাকা শাবলের আঘাতে ছোট ভাই নন্দ দুলাল নিহত হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।বড় ভাইয়ের স্ত্রী এবং বড় ভাইয়ের মেয়েকে ধামরাই থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য,ছোট ভাই নিজ ধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহণ করে। আর এ নিয়েই উভয় ভাইয়ের মধ্যে দ্বন্বের সূত্রপাত বলে জানা গেছে।