ধামরাই প্রতিনিধি ঃঃ
ঢাকার ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় বাড়িতে একা পেয়ে জোর পূর্বক পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণ করেছে এক লম্পট। এ ঘটনায় নবী নূর (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ধামরাই থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নবীনূর। সে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া মহল্লার মো. হান্নানের বাড়ি ভাড়া থাকতেন। ঘটনার দিন স্কুল ছাত্রীর মা-বাবা কাজে বের হয়ে গেলে লম্পট নবীনূর তাকে বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।