ধামরাইয়ে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গর্তে পড়ে প্রাণ গেল ২ শিশুর

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন। নিহত শিশুরা হলো ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ উত্তর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের আট বছরের ছেলে মো: রিয়াজুল ও একই এলাকার মো: রুবেল হোসেনের আট বছরের ছেলে মো: রাজু।

জানা গেছে,ঘটনার দিন বিকেলে রিয়াদুল ও রাজু বাড়ির পাশে আশ্রয়ণ প্রকল্পের নিকটে খেলতে যায়। পরে অনেক খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি। সন্ধ্যার পর সেখানকার গর্তের পানিতে দুইজনের মরদেহ লোকজন দেখতে পেয়ে উভয় শিশুর লাশ উদ্ধার করে।

শিরোনাম