ধামরাইয়ে নববধূকে শ্বাসরোধ করে হত্যা করে গা-ঢাকা দিয়েছে স্বামী

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে জুলেখা আক্তার (১৯) নামে এক নববধূকে শ্বাসরোধ করে পলাতক স্বামী মোঃ মিরাজ হোসেন।বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের শামসুল হকের বাড়ি থেকে নববধূর মরদেহ উদ্ধার করা হয়।নিহত জুলেখা আক্তার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি একটি গার্মেন্টস এ চাকরি করতেন।নিহত জুলেখার স্বামী মোঃ মিরাজ হোসেন শেখ (২৩) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. হান্নান শেখের ছেলে।

জানা গেছে, গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের শামসুল হকের বাড়িতে ভাড়া থাকতো। সম্প্রতিই তাদের বিয়ে হয়েছে। জুলেখা আক্তার স্বামী মিরাজকে নিয়ে কাওয়ালী পাড়া গ্রামে শামসুল হকের বাড়িতে দির্ঘদিন ধরে ভাড়া থাকতো। জুলেখা একটি গার্মেন্টস এ চাকরি করতো।বুধবার সকালে জুলেখার ঘরের দরজা বাহির থেকল বন্ধ ছিল। কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা দরজা খোলে দেখে কাথার ভিতরে জুলেখার মরদেহ মুড়ানো।

তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে স্বামী মিরাজ শেখ পলাতক রয়েছে। পুলিশ জানায়,ঘাতক স্বামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম