ধামরাই প্রতিনিধি ঃঃ
ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামে রাতের আঁধারে ঘর তুলে এক নিরীহ কৃষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দেয়ায় কৃষককে এলাকা ছাড়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করা হয়েছে। জানা যায়, ধামরাইয়ের চৌহাটের বাঙ্গলায় ৩৮ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন বাঙ্গলা গ্রামের কৃষক আবুল হোসেন।
তার নিজের সকল কাগজপত্র থাকা সত্ত্বেও একই গ্রামের মজিবর রহমান, খোকন, শাহ আলমসহ ৪-৫ জন রাতের আঁধারে ওই জমিতে ঘর তোলে। পরে আবুল হোসেন বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। বিষয়টি প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিলে কোনো প্রতিকার পাচ্ছেন না তিনি। পরে ৫ জনকে আসামি করে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) রাসেল মোল্লা বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র-মানবজমিন