ধামরাই প্রতিনিধি ঃঃ
ঢাকার ধামরাইয়ে এক স্ত্রী তার দুই স্বামী ! এটি কোনো সিনেমা কিংবা নাটকের ঘটনা নয়। বাস্তবে এমন ঘটনা ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া গ্রামে। এ ঘটনায় গণপিটুনির পর এক স্বামী পালিয়ে যেতে পারলেও আরেক স্বামী স্ত্রীসহ আছেন পুলিশ হেফাজতে।
জানা গেছে, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া গ্রামে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রি যাপনও করেন একইসঙ্গে। গ্রামবাসী টের পেয়ে তাদের বাসায় হানা দিলে রেজাউল করিম রাজা নামে এক স্বামী পালিয়ে যায়। রনি মিয়া নামে অপর স্বামীকে জনতা ধরে পুলিশে সোপর্দ করে। ঐ তরুণী অবশ্য দু’জনকেই স্বামী হিসেবে স্বীকার করেছেন। পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ছবি-প্রতিকী