ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের ওমরপুর-জালসা এলাকায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা সোলায়মান হোসেনসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ধামরাইয়ের ওমরপুর-জালসা এলাকায় স্থানীয় গাংগুটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, মোস্তফাসহ ১৫-২০ জন মাটি ব্যবসায়ী প্রশাসনকে ম্যানেজ করে ৮-১০টি এস্কাভেটর দিয়ে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে। এ মাটির লিজের দখল নিয়ে গতকাল স্থানীয় মোস্তফার নেতৃত্বে নাছির, এরশাদ, বেলায়েত, দুলাল, আনিস, হাসান, হোসেন, রাজ্জাকসহ ১০-১২ জন লাঠিসোটা নিয়ে যুবলীগ নেতা সোলায়মান হোসেন, ছানোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।
এক পর্যায় দুই পক্ষের দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা সোলায়মান হোসেন, হুমায়ুন, নজরুল, নাজমুল, মোশারফ, সুমন, ছানোয়ার ও অপর পক্ষের মোস্তফাসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে সোলায়মান ও মোস্তফার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, কয়েক দফায় অভিযান চালিয়ে জরিমানা করে ও এস্কাভেটর জব্দ করেও থামানো যাচ্ছে না ফসলি জমির মাটি কাটা।