ধামরাইয়ে ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় নিহত-১ : আহত-৩৬

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঃঃ
ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী সহিংসতা বাড়ছে। প্রতিদিন ঘটছে হামলা ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা। এতে প্রার্থী ও ভোটারদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়েছে। সোমবার ভোর রাতে যাদবপুর ইউনিয়নের আমছিমোর গ্রামের আব্দুল মজিদের ছেলে নৌকার সক্রিয় কর্মী সিহান মারা গেছে। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে লড়ছে আলমগীর হোসেন নামে নৌকার আরেক কর্মী। রোববার রাতে ওই গ্রামের বংশী নদীরপাড়ে তাদের ওপর হামলা করা হয় বলে জানা গেছে।

জানা যায়, ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুল মজিদ ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা ও পোস্টার ছেঁড়া নিয়ে কঠোর বিরোধ চলে আসছিল। আমছিমোর গ্রামে নৌকার কর্মী সিদান ও আলমগীর হোসেন রোববার রাতে নির্বাচনী প্রচারণা চালাতে যায়। এসময় কে বা কারা তাদের ওপর হামলা ও ব্যাপক মারধর করে। সোমবার (১ নভেম্বর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, সুয়াপুর ইউনিয়নে কয়েকটি বাড়ি ভাংচুর ও ৩৫ জন আহতের খবর পাওয়া গেছে। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। ধামরাই থানা পুলিশ জানায়, এসব ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম