ধামরাইয়ে আ’লীগ নেতার চাঁদাবাজির ঘটনায় ব্যাপক তোলপাড়
ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঃঃ
ঢাকার ধামরাইয়ে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে। মামলার পরপরই তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঃঃ
জানা যায়, ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গণি সুমনের নেতৃত্বে তার অফিসে ডেকে নিয়ে আবুল হোসেন নামে ব্যবসায়ীকে ব্যাপক মারধর ও নির্যাতন করে সুমনসহ ৫ জন। পরে মুক্তিপণ হিসেবে চাওয়া হয় ১৫ লাখ টাকা। টাকা দিতে অস্বীকার করায় ফের নির্যাতন শুরু হয়। উপায় না পেয়ে রাতেই দেয়া হয় ১ লাখ টাকা।
এদিকে, নির্যাতনের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। নির্যাতনের শিকার আবুল হোসেন বাদী হয়ে ধামরাই থানায় আওয়ামী লীগ নেতা আব্দুল গণি সুমন, মুকুল, আরজু, আওয়াল ও ইস্রফিলের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন।