ধামরাই প্রতিনিধি ঃঃ
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত এক যুবক (২৭) এর লাশ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করেছে থানা-পুলিশ। তবে তার হাত-পা বাঁধা ছিল। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া অর্গাজ ব্যাটারি কারখানার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট এর পর সব কিছু পরিষ্কার হবে।