ধামরাইয়ে ৩৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা এক প্রতারক

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
আজগুবি ঘটনা। ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের এক প্রতারক অটো রাইস মিলের লাইসেন্স ও মিলের বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে এক পল্লী চিকিৎকের নিকট থেকে পর্যায়ক্রমে হাতিয়ে নিয়েছে ৩৬ লাখ টাকা।শুধু অটো রাইস মিল নয়, গ্রামবাসীর থেকে তিনি আইপিএস, মসজিদের মাইক সেট, বিদ্যুৎ সংযোগ, ট্রান্সফর্মার, মিটারসহ বিভিন্ন কিছু দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন অনেক টাকা। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে গণ স্বাক্ষরিত লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। টু শব্দ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয় সে।ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের ফুলচান মিয়ার ছেলে শরিফুল ইসলাম রাজুর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত সামছুল হক বলেন, শরিফুল ইসলাম রাজু কৌশলে আমার সঙ্গে মিশে আমাকে পথের ফকির বানিয়েছে। আমি ধারদেনা করে একটি অটো রাইস মিল করার জন্য তাকে বিভিন্ন সময়ে ৩৬ লাখ টাকা দিয়েছি। আমি আজ ফকির। এসব অভিযোগ শরিফুলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

শিরোনাম