ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে হাত-পা বাঁধা এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে,ধামরাই উপজেলা ধীন কুল্লা ইউনিয়নের ঢাকাআরিচা মহাসড়কের পাশে কচমচ এলাকা থেকে বেলা ১২টার দিকে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানা-পুলিশকে খবর দেয়।পরে সংবাদপেয়ে ধামরাই থানাপুলিশ লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবংঅজ্ঞাতনামা শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক মহিলার (৫২)লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।এ রিপোট লেখা র্পযন্ত পুলিশএখন র্পযন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। মহিলা হত্যার ক্ল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ