ধামরাইয়ে স্কুলের জায়গায় গড়ে উঠা হাসপাতাল গুঁড়িয়ে দিলো উপজেলা প্রশাসন
ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারে ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বহতল ভবন হলি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগস্টিক সেন্টার গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার(৫ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এ অভিযান পরিচালনা করে গুঁড়িয়ে ধেয় হাসপাতালটি।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকজন ধূর্তবাজ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের ও খালের জমিতে হলি জেনারেল হাসপাতালসহ বহুতল মাকের্ট নির্মাণ করে দিব্যি ব্যবসা করে আসছিলেন।এ ব্যাপারে হাসপাতাল ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করলেও তারা তা শুনেনি।আর না শুনার কারণে উপজেলা প্রশাসন হাসপাতাল গুঁড়িয়ে দিতে বাধ্য হয়।