ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মর্মান্তিক মৃত্যু
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকার ধামরাই ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঐ ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে একে একে চারজনের মৃত্যু হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে। আজ সকালে শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মনজুরুল ইসলাম (৩২) নামে একজনের মৃত্যু হয়। এর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনজন মারা যান।
উল্লেখ্য,শনিবার সকালে ধামরাই পৌর এলাকার কুমড়াইল মহল্লায় কুব্বত আলীর দোতালা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত তিনজনসহ ৫ জন দগ্ধ হয়েছিলেন। এ ঘটনায় দগ্ধ দেড় বছরের শিশু মরিয়ম আক্তার প্রথমে মারা যান। গত মঙ্গলবার রাতে জোসনা আক্তার (২৫) ও সাদিয়া (১৮) যান। সর্বশেষ জোসনার স্বামী মনজুরুলও মারা যান।