ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে রাতে কার্পেটিং দিনে হাওয়া! এ নিয়ে হৈচৈ কম হচ্ছে না। ফলে সকাল হতে না হতেই সড়কের কার্পেটিং উঠে গেছে। উপজেলা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিম্নমানের এবং নামমাত্র বিটুমিন দিয়ে কাজ করার ফলে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকালে সরজমিন আসেন জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী। এর আগে গত মঙ্গলবার রাতে ধামরাইয়ের সুতিপাড়া-নান্নার সড়কে এ কার্পেটিংয়ের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার সুতিপাড়া-নান্নার সড়কের ৪ কিলোমিটার কার্পেটিংয়ের জন্য সোয়া ২ কোটি টাকা টেন্ডারে কাজ পান মেসার্স ইশরাত বিল্ডার্স এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত সড়কের কার্পেটিং নতুন করে করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। যদি সিডিউল অনুযায়ী কাজ না হয় তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেয়া হবে না।