ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি’র দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সময় দু’টি ককটেল ও চারটি চকলেট বোমার আলামত উদ্ধার করে পুলিশ।
জানা যায়,গত শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করবে এমন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটালে সুজন ও আবুল বাশার মন্টু নামে ২ জনকে আটক করা হয়েছে।এ ব্যাপারে মামলা হয়েছে।