ধামরাইয়ে ড্রেন থেকে একাধিক মামলার আসামীর লাশ উদ্ধার

ধামরাই প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বরাটিয়া একটি পোল্ট্রি ফার্মের পাশের ড্রেন থেকে মিজানুর রহমান (৪১) এর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে ধামরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

জানা গেছে, নিহতের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলা বড় রাউতা গ্রামে তার বাবার নাম বশির উদ্দিন বলে পুলিশ জানিয়েছে। সে ডাকাতি ও খুনসহ কয়েকটি মামলার পলাতক আসামি বলে জানান ধামরাই থানার এসআই রবিউল ইসলাম। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম